‌সাবিত্রীর লড়াই

৩ জানুয়ারি ১৮৩১ সালে মহারাষ্ট্রের সাতারা জেলার নয়গাঁও গ্রামে সাবিত্রীবাঈ ফুলের জন্ম। দলিত আন্দোলনের ইতিহাসে সাবিত্রীবাঈ ফুলের অবদানের কথা জুড়ে দেওয়া হয় জ্যোতিবারাও ফুলের অবদানের সঙ্গে। জ্যোতি-‌সাবিত্রী পরস্পরের পরিপূরক একথা যেমন ঠিক পাশাপাশি কাজের নিরিখে সাবিত্রীকে নিয়েই ইতিহাস লেখা হতে পারে যেখানে জ্যোতির প্রেরণা ও সাহায্য অবশ্যই থাকবে। জন্মদিনে সাবিত্রীবাঈ ফুলেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

by জ্যোৎস্না রহমান  | 03 January, 2022 | 989 | Tags : sabitribai phule dalit movement in india first women teacher in india Social reformer